ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুয়েতে বন্ধ করে দেওয়া হয়েছে একটি ভ্যাকসিনেশন সেন্টার
কুয়েত প্রতিনিধি:

বৈশ্বিক আতঙ্ক করোনাভাইরাস জয় করে উন্নতির দিকে মধ্যপ্রচ্যের অন্যতম ধনী দেশ কুয়তে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির মিশরেফে অবস্থিত ভ্যাকসিনেশন সেন্টার। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।

অন্যদিকে দেশটিতে অবস্থিত সকল দেশের নাগরিকদের স্বাস্থ্যের দিকটি চিন্তা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে ভ্যাকসিনসহ চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

কুয়েতে ১০ আগষ্ট থেকে মোট ১৬টি স্থানে এই টিকা প্রদান করা হচ্ছে। চতুর্থ বুস্টার ডোজটি ৫০ বছর বয়স এবং তার চেয়ে বেশি বয়সের স্থানীয় নাগরিকসহ সব প্রবাসী বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।  

এই পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৫৫৫ জন স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসী মৃত্যুবরণ করেছেন। মোট জনসংখ্যার ৭৮ শতাংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। ফাইজার ভ্যাকসিনের এই টিকাটি গ্রহণ করতে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর