ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টা পরিবর্তন
ফারুক আহামেদ মোল্লা, বেলজিয়াম

বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে রবিবার (২৬ মার্চ) থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।

এতে করে বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের সময়ের ব্যবধান কমে আসবে। বর্তমানে বাংলাদেশ বেলজিয়াম মধ্যে সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। সময় পরিবর্তন হলে এক ঘণ্টা কমে গিয়ে তা চার ঘণ্টায় নেমে আসবে।

নিয়মানুসারে বছর শুরুর তৃতীয় মাসের শেষ দিকে এবং বছর শেষের দু’মাস আগে বেলজিয়ামে সময় পরিবর্তন করা হয়। দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতে এই এক ঘণ্টার হেরফের করা হয়। শীতে এক ঘণ্টা পেছানো হয়, আর গ্রীষ্মকালে বাড়ানো হয় এক ঘণ্টা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর