ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল
আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি
সাংবাদিকদের উপস্থিতিতে ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে (বাম থেকে) সাহিদুল আলম টুকু, মনিস রফিক, এনায়েত করিম বাবুল এবং সোলায়মান তালুত রবিন

কানাডার স্থানীয় সময় শনিবার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ‘৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর চারদিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে স্কারবোরোর ২২ লেভবিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এবং মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে।

উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সালে যাত্রা শুরু করার পর চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র বিষয়ে আলোচনায় টরন্টোর বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এক নতুন দিগন্তের উন্মোচন করে। ২০১৭ সালে কানাডার ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম সেই বছরে ১ম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এর আয়োজন করে।

তারপর এর ধারাবাহিকতায় প্রতি বছর টরন্টো ফিল্ম ফোরাম চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। শুধু ২০২০ সালে করোনা অতিমারির সংকটের সময় টরন্টো ফিল্ম ফোরামের পক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। 

প্রত্যাশা করা হচ্ছে, এবার প্রায় ২০টি সংস্কৃতির ৪০টির মত প্রামাণ্য চলচ্চিত্র এবং স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্যের কাহিনি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই সাথে উৎসবের সময়ে উপস্থিত থাকবেন প্রদর্শিত চলচ্চিত্রের বেশ কয়েকজন নির্মাতা এবং অভিনয় শিল্পী, যারা ইতোমধ্যে দেশ বিদেশে নিজেদের চলচ্চিত্র নির্মাণ শৈলী এবং অভিনয়ের জন্য সুধীজনের দৃষ্টি কেড়েছেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর সমন্বয়ক মনিস রফিক। টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক ও ফেস্টিভ্যালের ভলিন্টিয়ার্স কমিটির আহ্বায়ক সোলায়মান তালুত রবিন, টরন্টো ফিল্ম ফোরামের অর্থ সম্পাদক ও ফেস্টিভ্যালের অর্থবিষয়ক কমিটির আহ্বায়ক সাহিদুল আলম টুকু এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ফেস্টিভ্যালের পরিচালক এনায়েত করিম বাবুল।

ফেস্টিভ্যাল ডিরেক্টর এর বক্তব্যর টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল বলেন, বর্তমান সময়ে চলচ্চিত্র একটি খুবই গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম, এটার মাধ্যমে খুব সহজেই জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানো সম্ভব। 

টরন্টো ফিল্ম ফোরাম যেহেতু চলচ্চিত্রবিষয়ক একটি সংগঠন, সেহেতু চলচ্চিত্রের মাধ্যমে এই ‘মাল্টিকালচারাল স্পিরিট’টি সবার কাছে পৌঁছিয়ে দিতে সংগঠনটি বদ্ধ পরিকর। এবারের এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ভাষা-ভাষী ও সংস্কৃতির চলচ্চিত্রের সাথে বাংলাদেশের তরুণদের একটি উল্লেখ সংখ্যক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ফলে আমরা খুব সহজেই উত্তর আমেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রও পৌঁছিয়ে দিতে পারবো। 

এই চলচ্চিত্র উৎসব এর সংবাদ পাঠকদের কাছে পৌঁছিয়ে দিয়ে টরন্টো ফিল্ম ফোরাম’কে সর্বাত্মক সহযোগিতা করতে এবং ‘Enhancing the Beauty of Multiculturalism’ এর যাত্রায় ফোরামের সাথে থাকার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর