ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুম্বাইয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
অনলাইন ডেস্ক
মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশন জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। এ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দুস্থ ও এতিমদের জন্য বিশেষ খাবার এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।   উপ হাইকমিশনার চিরঞ্জীব সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যপী কর্মসূচির সূচনা করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার চিরঞ্জীব সরকার বিনম্র শ্রদ্ধাচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।   তিনি তার বক্তব্যে জাতির পিতার কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অসামান্য কৃতিত্ব তুলে ধরেন। তিনি ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।   পরে জাতির পিতার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসের দ্বিতীয়ভাগে দুস্থ ও এতিমদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। মুম্বাইয়ের কালাচকি নামক স্থানে অবস্থিত এতিমখান ‘মাঝি মাহের’-এর এতিম শিশু-কিশোরদের জন্য বিশেষ খাবার ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য, তাদের পরিবারবর্গ, স্থানীয় আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।   বিডি প্রতিদিন/এমআই


এই পাতার আরো খবর