ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বার্লিনের আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের ৭ প্রতিযোগী
বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি

প্রতিবছরের মত বিশ্বের প্রায় ১৫০টির বেশি দেশের ৪৮ হাজার দৌড়বিদদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। রবিবার রাজধানীর ঐতিহাসিক উন্টার ডেন লিনডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে শেষ হওয়া বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিন সকাল থেকেই সকল প্রতিযোগীদের সমর্থন দিতে শহরের ঐতিহাসিক ও নানা গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন কমপক্ষে ১০ লাখ  দেশি-বিদেশি পর্যটক। ছিল বাংলাদেশি প্রতিযোগীদের উৎসাহ দিতে আসা প্রবাসীরাও।

বার্লিনের ৪৯তম এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন ৭ জন। এই আসরে ব্যাক্তিগত ও বাংলাদেশের হয়ে রেকর্ড টাইমিং করেছেন আয়রনম্যান খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ৪২.১৯৫ কিলোমিটারের ট্র্যাক শেষ করতে তিনি সময় নেন ২ ঘণ্টা ৫১ মিনিট। এদিন দৌড়েছেন ব্যক্তিগত ও  দেশের হয়ে এখন পর্যন্ত ১২৪টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ ৫৮ বছর বয়সী শিব শংকর পাল। লাল সবুজের পতাকা হাতে তিনি ফিনিশিং লাইন শেষ করেন সাড়ে তিন ঘণ্টায়। বাংলাদেশের ম্যারাথনের অন্যতম প্রতিযোগী আব্দুল্লাহ আল রাশেদ পুরো ট্র্যাক শেষ করতে সময় নেন প্রায় ৪ ঘণ্টার কিছু বেশি। লাল সবুজের পতাকায়  আন্তর্জাতিক এমন আসরে অংশ নিয়ে গর্বিত সব প্রতিযোগীরা। জানান আন্তর্জাতিক যেকোন আসরে  বাংলাদেশকে তুলে ধরতে পারাটা সব সময়ের মত গর্বের।

আর এবারের ম্যারাথনে মাত্র ২ ঘণ্টা ২মিনিট ৪২ সেকেন্ডে ৪২ কিলোমিটার ট্র্যাক অতিক্রম করে প্রথম শিরোপা জিতে নেন ৩৮ বছর বয়সী কেনিয়ান দৌড়বিদ ইলিয়ুড কিপশোগে। আর নারীদের মধ্যে মাত্র ২ ঘণ্টা ১১মিনিট ৫৩ সেকেন্ডে প্রথম হয়েছেন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা।

এদিন দেশের প্রতিযোগীদের সমর্থন যোগাতো ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে আসেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস ভুঁইয়া ও প্রতিযোগী শিব শংকর পালের পরিবারসহ প্রবাসী বাংলাদেশিরা।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর