ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
গ্রিস প্রতিনিধি:

অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি খন্দকার হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রুহি দাস, সিনিয়র সহ-সম্পাদক শাহ কামাল নির্বাচিত হয়েছেন। 

অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ দিন পরে গত ৪ নভেম্বর রাতে ভিয়েনার স্থানীয় একটি হলরুমে অনুষ্টিত হয়। সম্মেলনে টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানের প্রারম্ভে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। প্রথম অধিবেশনে অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, মালটা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার, স্পেন আওয়ামী লীগ এর সভাপতি এস আর আই এস রবিন , স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সি আই পি শেখ আল আমিন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।  বক্তব্য রাখেন রবিন মোহাম্মদ, আব্দুল জলিল, আখতার হুসেন, রুহি দাস, ইমরান, মিজানুর রহমান শ্যাম, ফিরোজ, হুসেন আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম , সাইফুল ইসলাম জসিম,ইমরুল কায়েস, মনোয়ার পারভেজ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধা বায়োজিদ মীর, রতন সাহা, দিদারুল আলম পরামর্শে অনুষ্ঠানের প্রধান অতিথি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর