ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টরন্টোতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘এক জোড়া জুতো’
কানাডা প্রতিনিধি

টরন্টো থিয়েটার ফোকস প্রযোজিত নাটক ‘এক জোড়া জুতো’ টরন্টোর ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে।

কানাডার টরন্টোতে আগামী ২৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪.৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমামুল হক।

টরন্টো থিয়েটার ফোকস প্রযোজিত নাটক ‘এক জোড়া জুতো’ বাস্তব কিছু ঘটনার নান্দনিক উপস্থাপনায় তারা তাদের নিজস্ব ভাবনাকেই দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন। এই নাটকের শরীর জুড়ে কুশীলবরা এক জোড়া জুতো খুঁজে বেড়ান। এই খোঁজার মধ্য দিয়ে তারা তাদের অতীত বর্তমান এবং অনাগত ভবিষ্যতকেই খুঁজতে থাকেন। নাটক শেষে দর্শকরাও এই খোঁজায় সামিল হবেন, এটাই তাদের বিশ্বাস।

প্রবাসে নাট্যচর্চার এমন উদ্যোগের সঙ্গে এই সময়ের অন্যতম প্রধান জনপ্রিয় বাংলাদেশি নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক মাসুম রেজা যুক্ত হয়েছেন নাটকটির রচনায়। তবে মূল নাটক লিখেছেন স্বনামধন্য কবি ও নাট্যকার মেহরাব রহমান এবং নির্দেশনা দিয়েছেন ইমামুল হক।

আবহ সংগীতের সংগত দিয়েছেন বিশিষ্ট কম্পোজার আশিকুজ্জামান টুলু ও নেপথ্যের কাজ সামলেছেন নয়ন হাফিজসহ আরও অনেকে। উপদেষ্টা নির্দেশক হিসেবে নাটকটির নির্মাণে একটি উল্লেখযোগ্য ভূমিকায় রেখেছেন বিশিষ্ট নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর