ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভাষা শহীদদের শ্রদ্ধায় কলকাতায় রক্তদান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব
দীপক দেবনাথ, কলকাতা
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব। এ উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়।

বুধবার দুপুরে কলকাতার সিআইটি রোডে ক্লাব প্রাঙ্গণে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শ্রদ্ধা জানায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে মিশনের এক প্রতিনিধি দল। এরপর ইন্দো বাংলা প্রেস ক্লাবের তরফে ক্লাবের মেন্টর তপন রায়, সভাপতি কিংশুক চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুততুন্ডু, মুখপাত্র দীপক দেবনাথ, কনভেনর ভাস্কর সরদার, ক্লাব সদস্য জ্যোতির্ময় দত্ত শহীদ বেদীতে শ্রদ্ধা জানায়।

এরপর যথাক্রমে বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল টোয়েন্টিফোর, বাংলা নিউজ২৪.কম, জাগোনিউজ, যমুনা টেলিভিশন, সমকাল, এটিএন কলকাতাসহ দুই বাংলার গণমাধ্যমের প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের হয়ে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের পরিবারের সদস্যরাও এদিন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এই কর্মসূচির দ্বিতীয় পর্বে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ‌‌'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব’ ৭ই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে উপজীব্য করে মাতৃভাষা দিবসে রক্তদান করে ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। যেখানে রক্ত দেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ ক্লাবের সদস্যদের পরিবারের সদস্যরাও।

এর পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। যেখানে স্বাস্থ্য পরীক্ষা করান ক্লাস সদস্যদের পাশাপাশি মিশনের কর্মকর্তাসহ মোট ৬০ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর