ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল স্থাপনের দাবি
মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল স্থাপনের দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব আয়োজিত একুশের আলোচনা সভায় এ দাবি জানান তারা।

রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভি প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাসেদ বাদল, তরুণ কমিউনিটি নেতা রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয় ও বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার সভাপতি শাহ আহমেদ রেজা।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বিডিনিউজ প্রতিনিধি রফিক আহমদ খান, এনটিভি স্টাপ রিপোর্টার কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির বাপ্পী কুমার দাস, প্রচার সম্পাদক দ্যা নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ।

এসময় বক্তারা আক্ষেপ করে বলেন, প্রায় ১৫ লাখের কাছাকাছি প্রবাসী বাংলাদেশিদের বসবাস এ মালয়েশিয়ায়। পরিবার নিয়ে বসবাস করেন এমন পরিবারের সংখ্যাও নেহাত কম নয়। অথচ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মালয়েশিয়ার মাটিতে নেই বাংলাদেশিদের জন্য কোনো স্থায়ী শহীদ মিনার, বাচ্চাদের বাংলা স্কুল কিংবা বাংলাদেশি কোনো মসজিদ! যার কারণে বর্তমান প্রজন্ম এখানে তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তেমন বিশেষ কিছু জানতে ও শিখতে পারছে না। তাই মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি মালয়েশিয়ায় আমাদের স্থায়ী শহীদ মিনার, বাংলা স্কুল এবং বাংলাদেশি মসজিদ নির্মাণ করার।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী জহির উদ্দিন বাদশা, আলী আজগর, শিক্ষার্থী সাদী, মোহাম্মদ আরিজ উলফী মিথুনসহ মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর