ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিউইয়র্কের প্রবাসীদের ঘোষণা
‘গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি না হলে নির্বাচনের ব্যালট শূন্য থাকবে’
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলা বন্ধের স্থায়ী চুক্তি না হলে সামনের নভেম্বরে জাতীয় নির্বাচনের ব্যালট শূন্য রাখার অভিনব এক প্রতিবাদ কর্মসূচির সমর্থনে বাংলাদেশি আমেরিকানরা সরব থাকবে। অর্থাৎ ব্যালটে কাউকেই ভোট দেয়া হবে না। সাদা ব্যালট স্ক্যানের পর বাক্সে ঢুকিয়ে দেয়া হবে। এ সংকল্প ব্যক্ত করা হলো ২৪ মার্চ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে। এতে সহস্রাধিক রোজাদারের সমাগম ঘটেছিল।

জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মীর্জা আবু জাফর বেগ মোনাজাত পরিচালনা করেন। বিশাল মঞ্চের এক পাশে ফিলিস্তিনের পতাকার নিচে ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ এবং মধ্যখানে ‘পিস’ লেখার সামনে মাওলানা আবু জাফর বেগের মোনাজাতের আগে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীও সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতাকে রুখে দেয়ার জন্য। 

এ মাহফিলে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রধান মো. আব্দুর রব মিয়া এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর