ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিডনিতে দ্রৌপদী ফেনোমেনন
অস্ট্রেলিয়া প্রতিনিধি

গত শনিবার সিডনির হার্টভিলের সিভিক থিয়েটার অডিটোরিয়ামে মঞ্চস্থ হলো দ্রৌপদী: দ্য ফেনোমেনন - একটি নৃত্য নাটক এক্সট্রাভাগানজা। আয়োজনে ছিলো সিডনির সাংস্কৃতিক সংগঠন নটরাজ ডান্স একাডেমি। 

কলকাতার গুরু সঞ্চিতা ভট্টাচার্য্য, নটরাজ ডান্স একাডেমির কর্ণধার শ্রেয়সী দাস এবং তার নটরাজ ড্যান্স একাডেমির প্রযোজনা। ‘দ্য দ্রৌপদী ফেনোমেনন' একটি নারী ক্ষমতায়নমূলক পৌরাণিক পারফরম্যান্স। এই চিত্তাকর্ষক নৃত্যনাট্যটি মহাভারত থেকে দ্রৌপদীর আকর্ষক আখ্যান অনুসন্ধান করেছে। সৌন্দর্য এবং শক্তির প্রতীক দ্রৌপদী একটি জোরপূর্বক বহুবিবাহসহ অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। 

কিন্তু তিনি তার মর্যাদায় দৃঢ় ছিলেন এবং তার অধিকারের জন্য লড়াই করেছিলেন। তার এই প্রাগ ঐতিহাসিক বা পৌরাণিক গল্প, নারীর সমতা ও মুক্তির পক্ষে কথা বলে। সেই রাতে, আগত অতিথিরা মধুর সম্মোহন ও আশ্চর্য শলিলে অবগাহন করেছেন। মহাভারতে সেই দ্রৌপদীর কাহিনী যা আমাদের চোখের সামনে তার সমস্ত নান্দনিক নৃত্যভংগী এবং স্বর্গীয় মহিমায় উদ্ভাসিত হয়েছিলো। অনুষ্ঠানের শুরুর দিকে মুন্সী প্রেমচাঁদের কাহিনী অবলম্বনে সৌমিক ঘোষের অসামান্য একক অভিনয় দর্শক শ্রাতাদের অভিভূত করেছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর