ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছি'
যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

নির্বাচিত জনপ্রতিনিধি এবং রোজাদারের সম্মানে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যকালে নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, ইফতার উপলক্ষে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, প্যালেস্টাইনে যা ঘটছে তা রীতিমত ক্রাইম। একচেটিয়া সাধারণ মানুষ, মা, ভাই-বোন এমনকি শিশুদের নির্বিচারে হত্যা মেনে নেয়া যায় না। আমি এ ক্রাইম বন্ধের জন্য লড়াই করছি। আমি গাজায় যুদ্ধবিরতির জন্য আমার পক্ষ থেকে সবকিছুই করব। সেজন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাধ্যমতো কাজ করব। সিজ ফায়ার করতেই হবে।

কংগ্রেসওম্যান কর্টেজের আহবানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৬ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পিএস ১০৬ স্কুল মিলনায়তনে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, এ্যাসেম্বলীওম্যান কারিনাজ রিয়েস, সিটির পাবলিক এডভোকেট জেমিনি উইলিয়ামস, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড -৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এ্যাকটিভিস্ট আব্দুস শহীদ, শেখ মামুন, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি এ্যাকটিভিস্ট বিলাল ইসলাম, এ ইসলাম মামুন, মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া, জগলুল চৌধুরী, সাবেক ডিটেকটিভ মাসুদুর রহমান, পুলিশ অফিসার বেলাল, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, মো. আলাউদ্দীন প্রমুখ।  বক্তারা প্যালেস্টাইনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। উল্লেখ্য, ব্রঙ্কসে এটাই প্রথম ঘটনা যেখানে মুসলিম কমিউনিটিদের জন্য মূলধারার নেতৃবৃন্দ ইফতার পাটির আয়োজন করে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর