ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জ্যাকসন হাইটসে মেহেদি রাঙানোয় ব্যস্ত তরুণ-তরুণীরা
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ঈদ উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে মেহেদি রাঙানোর এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ফুটপাথের দু’ধারে ছোট-বড় টেবিল সাজিয়ে কাপড়ের দোকানের পাশাপাশি তরুণ-তরুণীরা বসেছে মেহেদি রাঙাতে। 

মেহেদি রঙে শোভা পাচ্ছে হাত থেকে কনুই পর্যন্ত হরেক রকমের ডিজাইন। আর এ ডিজাইন করতে সহায়তা নেওয়া হচ্ছে গুগলে গিয়ে। আইফোনে হরেক রকমের ডিজাইন থেকে মেহেদি রাঙাতে আসা তরুণীদের পছন্দের ডিজাইন করা হচ্ছে। এজন্য নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফি। ২৫ ডলার থেকে ৭০ ডলার পর্যন্ত।

কুইন্স কলেজের এক ছাত্রী জানান, গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ নিতে হচ্ছে। কারণ সবকিছুর দাম বেড়েছে। কাঁচামালের দামও দ্বিগুণের বেশি হয়েছে। তবুও কারো আপত্তি নেই। ঈদ আনন্দ উপভোগ করতে মেহেদি রাঙানোকে বিশেষ এক পরিক্রমা ভাবছেন বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় তরুণীরা। আগের চেয়ে এবার ভিড় বেড়েছে সর্বত্র।

বিডি প্রতিদিন/এমআই

 



এই পাতার আরো খবর