ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘রক্তকরবী’ মঞ্চায়নের মধ্য দিয়ে উদীচী কানাডার রজত জয়ন্তী সম্পন্ন
অনলাইন ডেস্ক

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রক্তকরবী’র মঞ্চায়নের মধ্য দিয়ে উদীচী কানাডার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিনের বর্ণাঢ্য আয়োজন রবিবার শেষ হয়েছে। মিঠুন রেজার পরিচালনা ও নির্দেশনায় ‘রক্তকরবী’ নাটকের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। 

শহরের সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের প্রধান আকর্ষণ ছিল মিঠুন রেজার পরিচালনা ও নির্দেশনায় ‘রক্তকরবী’ নাটকের মঞ্চায়ন।

মহিতোষ তালুকদার তাপস এবং সুমন সাইয়েদ এর পরিচালনায় লোকসংগীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে উদীচী কানাডার শিল্পীবৃন্দ অংশ নেন।

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য নাট্যকার ও নাট্যসংগঠক মোহাম্মদ হাবিবুল্লাহ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, নৃত্যশিল্পী ও নৃত্যকলার শিক্ষক বিপ্লব কর, নৃত্যশিল্পী ও শিক্ষক অরুনা হায়দার এবং সৈয়দ মোহাম্মদ তালুত সুনানকে সম্মাননা দেওয়া হয়।

দ্বিতীয় দিনেও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নেন। উদীচী কানাডার সভাপতি সুমন সাইয়েদ উদীচী কানাডার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দুই দিনের আয়োজন সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর