ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেলগো বাংলার ৫ম বর্ষপূর্তি ও বৈশাখী উৎসব
ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম

বেলজিয়ামে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার লিয়েজের একটি অডিটোরিয়ামে এ লক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটন, তপন রায়, চয়ন রায়, নয়ন রায়, শরিফুল ইসলাম মঞ্জু, হাবিবুল হাসান সোহাগ, মহসিন হোসেন, জসিম উদ্দিন, আছাদুর রহমান টিটু, আব্দুল মান্নান, রোমান, রুবেল, বিমল শীল, আশীস শীল, আলম, জামাই মাহবুব ও আশ্রাফ কিটুসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে বৈশাখী সাজে সজ্জিত বাঙালি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাই মগ্ন ছিল উৎসবে। অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় আগত দর্শকদের ধন্যবাদ জানান বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য চয়ন রায়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মনির খান, লায়লা ইয়াসমিন ও বেলী আফরোজ। অনুষ্ঠানে বেলজিয়ামে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। লটারি ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল ব্রাসেলস টু ঢাকা এয়ার টিকেট।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর