ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্বরলিপির বৈশাখী মেলায় প্রবাসীদের ঢল
মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি :

প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে  দিনব্যাপী ১৭তম বৈশাখী এ মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে প্রবাসী, নারী ও শিশুদের কোলাহল এবং আনন্দ উল্লাস আর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। 

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিভিন্নভাবে অবদানের স্বীকৃতি হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী-গোষ্ঠী প্যারিস ফ্রান্সের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ গ্রুপ, বাংলা অটো ইকল চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলাম, ইমন গ্রুপের চেয়ারম্যান রবিনা বেগম, আমিন খান হাজারি, আহমেদ হাবিব বাবু প্রমুখ। 

আলোচনায় সভায় অতিথিরা বাংলার সংস্কৃতিকে প্রবাসীর বাড়িতে ছড়িয়ে দিতে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আগত শান্তা জাহানের পরিচালনায় গানে গানে দর্শকদের মাতিয়ে রেখেছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী লায়লা ও বেলি আফরোজ।

আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতি কৃষ্টি -কালচার সকলের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যেন বাংলার সংস্কৃতিকে লালন করতে পারে তা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

মেলাকে ঘিরে জুরিস পার্কে বাংলাদেশি বিভিন্ন স্টল বসানো হয়। যার মধ্যে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড়, বাংলাদেশ ফার্নিচার, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ঝাল মুড়ি, সিঙ্গারা, সমচা, ফুচকাসহ নানা ধরনের দেশীয় খাবার।



এই পাতার আরো খবর