ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

কাতারে গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কাতার প্রতিনিধি :

কাতারে বাণিজ্য এলাকা নাজমাতে উৎসমুখর পরিবেশে গতকাল গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের বাংলাদেশি উদ্যোক্তা সোহবার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শফিকুর রহমান, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন দুলাল, শরিফ আলম ভূইয়া, হবি রহমান, সাজিদুর রহমান, আবুল কাশেম ও সেলিম সরকার জিসানসহ অন্যন্যারা।

স্বল্পমূল্যে খাবারের গুণগত মান বজায় রাখার ফলে ইতিমধ্যে রেস্টুরেন্টটি প্রবাসীদের মাঝে সুনাম অর্জন করেছে। পরে কেক কাটা ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ লোকমান।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর