ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টরেন্টোতে সন্দীপ সেনের একক সঙ্গীতানুষ্ঠান
কানাডা প্রতিনিধি

কানাডার টরেন্টোতে দুর্গাবাড়ী মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশ্বভারতীর অধ্যাপক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেনের একক সঙ্গীতানুষ্ঠান। সন্দীপ সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও অনুষ্ঠানে গেয়েছেন খেয়াল, টপপা, প্রার্থনার গানসহ পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গান।

অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী নন্দিতা গোমস। তিনি শিল্পী সন্দীপ সেনের পরিচিতি তুলে ধরেন। এরপর শিল্পী সন্দীপ সেন সঙ্গীত পরিবেশন শুরু করেন। এসময় সুরের মূর্ছনায় দর্শকরা বিমোহিত হয়ে যান। 

পুরো অনুষ্ঠানে শিল্পী তার আকুল কন্ঠে শ্রোতাদের সুরের জালে আটকে রাখেন। অনুষ্ঠানে শিল্পী সন্দীপ সেনকে তবলায় সহযোগিতা করেন চিন্ময় কর্মকার। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর