ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ নিউইয়র্কেও
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত র‌্যালিতে বিএনপির নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ঢেউ নিউইয়র্কেও লেগেছে। আন্দোলনকারীদের পক্ষে বিএনপি এবং কোটা প্রথা সংস্কারের দাবির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা ১৬ জুলাই পৃথক দুটি সমাবেশে মিলিত হয়। 

জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে মুক্তিযোদ্ধা-জনতার প্রস্তুতি সমাবেশ থেকে জানানো হয়, কোটা বিরোধী আন্দোলনের নামে একাত্তরের পরাজিত শত্রুরা কৌশল অবলম্বন করেছে, এটি মেনে নেয়া যায় না। ঘৃণিত, নিন্দিত এবং দণ্ডিত ‘রাজাকার’ শব্দটি ব্যবহারের যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে-তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল, দেশদ্রোহিতার সামিল। ওদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যায় না। তাহলে এর খেসারত দিতে হবে চরমভাবে। প্রবাসীদেরকেও নাড়া দিয়েছে। 

এই প্রস্তুতি সভায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, লাবলু আনসার, রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, মিজানুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, জহিরউদ্দিন, কম্যুনিটি অর্গানাইজার তোফাজ্জ্বল লিটন, সঞ্জীবন সরকার প্রমুখ। 

এদিকে, একই দিন সন্ধ্যায় ‘প্রবাসী বাংলাদেশী নাগরিক’ নামক ব্যানারে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সমর্থনে। এ সময় তারা বাংলাদেশে চলমান আন্দোলন দমনে ক্ষমতাসীন দল দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং বক্তারা মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব থাকার সংকল্প ব্যক্ত করেন।  

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেত্রী রিটা রহমান, গোলাম ফারুক শাহীন, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, জসিমউদ্দিন ভিপি, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আহবাব চৌধুরী, বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম, প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ বাতিন, জাহাঙ্গির আলম, আনোয়ারুল ইসলাম শাহীন প্রমুখ।

 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর