ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আমিরাতে শারদীয় দুর্গোৎসবে প্রবাসী বাংলাদেশিদের ভিড়

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা গেছে। 

বৃহস্পতিবার আরব আমিরাতের মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

সন্ধ্যা নামতেই আমিরাতের আজমানে অস্থায়ী পূজামণ্ডপ মুখরিত হয় সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায়। ঢাকের তালে তালে নাচ আর নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটান তারা।

বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত পূজায় অংশ নেন অন্যান্য দেশের সনাতন ধর্মাবলম্বীরাও। পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আরতিসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় পূজা উদযাপন করেন তারা।  

প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা বলেন, বিজয়ের দশমির প্রথমভাগে দেবী দুর্গার বিদায়কে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধা আরতি অঞ্জলি প্রদান করছেন তারা। পূজা উপভোগের পাশাপাশি বিশ্ববাসীর জন্য প্রার্থনা করেন তারা।

দেশ থেকে অনেক দূরে থাকলেও এই উৎসব দেশের অনেকটাই আমেজ মনে করিয়ে দেয়, এমনটাই বলেছেন পূজায় অংশগ্রহণকারীরা।

বিডি প্রতিদিন/কেএ



এই পাতার আরো খবর