ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ তাবিথের
অনলাইন ডেস্ক
আতিকুল ইসলাম ও তাবিথ আউয়াল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। 

শনিবার বিকেলে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে তাবিথ আউয়ালের পক্ষে লিখিত অভিযোগপত্র জমা দেন জুলহাস উদ্দিন।

এ বিষয়ে জুলহাস উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শনিবার সকালে গুলশান-১ পার্কে নির্বাচনী মঞ্চ করে মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। এ বিষয়ে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষ থেকে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা অভিয়োগের সপক্ষে কিছু স্থিরচিত্র সংযোজন করেছি।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। ওই এলাকায় ম্যাজিস্ট্রেট যিনি আছেন আমি তার কাছে এটি পাঠাব, সেটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলব। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর