ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপির নির্বাচন পরিচালনায় উত্তরে মওদুদ, দক্ষিণে মোশাররফ
অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছে দলটি। এর মধ্যে ঢাকা উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকবেন মওদুদ এবং দক্ষিণে খন্দকার মোশাররফ হোসেন। 

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

তিনি বলেন, “ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সাথে আরও দায়িত্বে থাকবেন আবদুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার।

“আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়ক থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।”

মির্জা ফখরুল আরও জানান, নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের, বাকি সদস্যের তালিকা পরে জানানো হবে।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর