ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিটি নির্বাচন আদেশের বিরুদ্ধে আপিল করব: রানা দাশগুপ্ত
অনলাইন ডেস্ক
রানা দাশগুপ্ত

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

এদিকে, এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত।

এর আগে, ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ওই তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। কিন্তু সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর দাবি ওঠে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর