ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অষ্টম দিনে দনিয়া থেকে ইশরাকের গণসংযোগ শুরু
অনলাইন প্রতিবেদক
মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে সালাহউদ্দিন আহমেদ ও নবী উল্লাহ নবী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রচারণার অষ্টম দিনে রাজধানীর দনিয়া থেকে গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শুক্রবার বেলা ১১টার দিকে কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডের দনিয়া বর্ণমালা স্কুল থেকে নির্বাচনী প্রচার শুরু করেন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

কদমতলী লাল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। নামাজের বিরতি শেষে ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করবেন ইশরাক।

৩০ জানুয়ারি ঢাকার এ দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটির সবগুলো কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ঢাকা উত্তরে তাবিথের মূল প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণে ইশরাকের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর