ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাবিথের ওপর হামলায় ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থার নির্দেশ
অনলাইন ডেস্ক
হামলার শিকার তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

প্রচারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

এ নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও দারুস সালাম থানার ওসিকে।   মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলীতে নির্বাচনী জনসংযোগের সময় তার ওপর হামলা হলে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী হাকিম ও দারুস সালাম থানার ওসিকে নির্দেশ দেন আবুল কাসেম।

এর আগে কমিশন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর