ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক

মানুষের ভোটাধিকার প্রয়োগে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। এসময় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের উচিত নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ শনিবার আয়োজিত ‘নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা’ থেকে এই আহ্বান জানানো হয়। 

ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসময় আরও জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি এনজিও এবং ২৬টি সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম গঠিত। এবার ফোরামের দশটি সংগঠনের পাঁচশতাধিক পর্যবেক্ষক ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবে। আগামী ২ ফেব্রুয়ারি তারা ফলাফলের বিষয়ে নিজেদের নির্বাচন পর্যবেক্ষণ প্রকাশ করবেন। 

‘নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা’য় জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ ফোরামের পরিচালক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর