ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিরাপদ ঢাকা গড়বেন রুবেল, নগর সরকারের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক

দক্ষ, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক, নিরাপদ ও বসবাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনী ইশতেহারে সিপিবির মেয়র প্রার্থী ঢাকার সামগ্রিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ধরেন।  নগর সরকারের বিষয়ে ইশতেহারে বলা হয়, আটটি মন্ত্রণালয়ের ৫৬টি অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। পরিবেশবান্ধব প্রকৃত উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠান ও অধিদপ্তরের মধ্যে সমন্বয় জরুরি। পরিকল্পিত উন্নয়নের জন্য ‘নগর সরকার’ প্রতিষ্ঠা আজ অনিবার্য হয়ে উঠেছে। এ ব্যবস্থায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ও তাদের মধ্য থেকে একজন মেয়র, একজন ডেপুটি মেয়র ও সেবাভিত্তিক বিভিন্ন কাজের জন্য একজন করে দায়িত্ব প্রাপ্ত হবেন। বিশদ নীতিমালা সংযুক্ত করে ‘নগর সরকার’ আইন প্রণয়নের জন্য সরকার ও সংসদের কাছে প্রস্তাব করা হবে।  ডা. রুবেল নির্বাচনী ইশতেহারে ঢাকা মহানগরীতে কর্মসংস্থানের বিকল্প প্রস্তাবনা, যানজট নিরসন, বায়ু দূষণ, জলাবদ্ধতা নিরসন, মশা নিধন, ঢাকা শহরকে সুবজ শহরে পরিণত, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস-পানি-বিদ্যুতের সমাধান, বিষমুক্ত খাবার ও  ভেজালমুক্ত বাজার নিশ্চিত করা, বস্তিবাসী ভাসমান মানুষের সমস্যা সমাধান ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, নারী ও সবার নিরাপত্তা বিধান, নগরবাসীর স্বাস্থ্য ও চিকিৎসেবা নিশ্চিত করা, হকার ও রিকশা সমস্যা সমাধান, শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা দেওয়া, পর্যটন নগরীর সুযোগ-সুবিধার বিধান, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গড়ে তোলা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও বিনোদনের নিশ্চয়তা বিধান, দুর্নীতি দূর ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। ডা. সাজেদুল হক বলেন, আমাদের প্রিয় ঢাকা একটি ঐতিহ্যের শহর। দেশের রাজনীতি ও অর্থনীতি পরিচালনার কেন্দ্র। অথচ এখন ঢাকার কথা বললেই মানুষের কল্পনায় ভাসে যানজট, দূষিত বায়ু, শব্দ দূষণ, অপরিকল্পিত স্থাপনা, ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায় নারী-শিশু ও মুক্তবুদ্ধি চর্চার জন্য এক অনিরাপদ নগরী। তিনি বলেন, এতোকাল বুর্জোয়া শাসক গোষ্ঠীর প্রতিনিধিরাই নগরের  মেয়রের দায়িত্বে ছিলেন। স্বাভাবিকভাবেই সাধারণ গরিব- মেহনতী-মধ্যবিত্ত মানুষকে বঞ্চিত করে তারা শাসক গোষ্ঠীর নিরবচ্ছিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়টিকেই প্রাধান্য দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে শাসকগোষ্ঠী যেমন অবৈধ ধন সম্পদ তৈরি করে, ঢাকা নগরের মেয়রও এর কোনো ব্যতিক্রম করেনি। তাই ভোট দেওয়ার আগে ভাবতে হবে, কাকে আমরা  মেয়র নির্বাচিত করছি? আদর্শবাদী, নিষ্ঠাবান, মেহনতি-গরিব-মধ্যবিত্তদের প্রতিনিধিকে নাকি ধনী-লুটেরা-শাসকগোষ্ঠীকে? সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রাখেন।  বিডি প্রতিদিন/আল আমীন

 



এই পাতার আরো খবর