ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আজ শেষ হচ্ছে দুই সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা
অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠানে জোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। আজ বুধবার থেকে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন বিজিবি-র‌্যাব ও পুলিশের সদস্যরা। আজ রাত ১২টায় শেষ হচ্ছে দুই সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে। সে অনুযায়ী আজ রাতে এ সময়সীমা শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন সংস্থা ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৫৯৭টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কেন্দ্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তায় আজ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামছে বিজিবি, র‌্যাব, পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির সদস্যরা।

সব মিলিয়ে প্রায় ৪২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মাঠে থাকছেন। নির্বাচনের দিন ১ ফেব্রুয়ারি দুই সিটিতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর