ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারধরের বিষয়ে যা বললেন আতিক
নিজস্ব প্রতিবেদক
ভোট দেয়ার পর আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ কলেজ কেন্দ্রে সকাল ৭টা ৪০ বিএনপির কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্রে প্রবেশের সাথে সাথেই ৭/৮ জন ব্যক্তি ওই প্রার্থী ও তার এজেন্টকে এলোপাথাড়ি মারধর করেন।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান ঠেলাগাড়ি প্রতীকে লড়ছেন ঢাকা সিটি নির্বাচনে। তার অভিযোগ, ভোটকেন্দ্রে প্রবেশের সাথে সাথে ৭/৮ লোক তাদের এলোপাথাড়ি মারধর শুরু করে। পেটে ঘুষি ও লাথি মারা হয়। তাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। 

ওই একই কেন্দ্রে ভোট দিয়েছেন উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিএনপি কাউন্সিলর প্রার্থীকে মারধরের বিষয়ে  আতিক বলেন, ঠেলাগাড়ি প্রতীকে প্রার্থী মোস্তাফিজ আমাকে বিষয়টা বলেছে। আমি তাকে বলেছি, বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করবো। আসুন আমরা সবাই মিলে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দেই।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর