ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার মাঠ ছাড়ব না: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

কোনও পরিস্থিতিতেই বিএনপি এবার নির্বাচনের মাঠ ছেড়ে যাবে না উল্লেখ  করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়া ছিল আত্মঘাতী ভুল সিদ্ধান্ত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি। এবার মাঠ ছেড়ে যাব না।

শনিবার বেলা সাড়ে ১১টায় মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোটদান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা দলের সভাপতি ও তার সহধর্মিণী আফরোজা আব্বাস।   মির্জা আব্বাস বলেন, কেন্দ্র দখলের পরও ভোটের ফলাফল কি হয়, তা শেষ পর্যন্ত আমরা দেখব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে বিএনপির এই নেতা জানান, কোনও কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে বের করে দিচ্ছে। 

এ সময় পল্টন, শাহবাগ, সেগুনবাগিচা মহিলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রের কথা জানান মির্জা আব্বাস।

এই সব এলাকায় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে পাশাপাশি ভোটাররা ভোট দিতে গেলে তাদের ফিঙ্গার নিয়ে তারা জোড় করে ভোট দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর