ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই তাবিথের
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

তিনি বলেন, তাবিথ আউয়াল ঢালাওভাবে অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল কাসেম বলেন, সকালে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। সেখানে প্রতিটি কেন্দ্রে নৌকা ও ধানের শীষের এজেন্টদের পেয়েছি। শুধুমাত্র একটি কেন্দ্রে ধানের শীষের কোনও এজেন্ট পাইনি।

তিনি আরও বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে কোনও সমস্যা দেখিনি। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এগুলো কাউন্সিলর প্রার্থীদের কর্ম-সমর্থকদের মধ্যে ঘটেছে। অন্যদিকে, কোনও কোনও কেন্দ্রে আমরা ভোটার উপস্থিতি কিছুটা কম দেখেছি। এছাড়া দু’একটি কেন্দ্রে সমস্যা হয়েছিল, তাৎক্ষণিকভাবে আমরা সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের টিম পাঠিয়ে সেগুলো সমাধান করেছি।

এর আগে তাবিথের প্রতিনিধি জুলহাস উদ্দিন লিখিত অভিযোগ জমা দেন।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর