ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আঙুলের ছাপ মিলেনি, তবুও ভোট দিলেন তারা!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আঙুলের ছাপ মিলেনি, তবুও ভোট দিয়েছেন সবুজ মিয়া ও স্বপন নামের দুই ব্যক্তি। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে! 

প্রতিষ্ঠানের ৩য় তলায় একটি কক্ষে দুপুরে বেশ ভিড় জমে যায়। ভোটারদের সঙ্গে আইডি কার্ড ও সিরিয়াল নাম্বার থাকার পরও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছিলেন না কয়েকজন ভোটার। এ সময় টেকনেশিয়ান ঘুরিয়ে ফিরিয়ে আঙুলে ভেজলিন ঘসে ছাপ নেয়ালেও সেটি গ্রহণ করছিল না ইভিএম মেশিন!  

এদিকে বাইরে অপেক্ষারত ভোটাররা ভোট দিতে না পেরে অসন্তোষ প্রকাশ করছিলেন। পরে এই প্রতিবেদক জানতে চান, আঙুলের ছাপ না মিললে ভোট দেওয়ার কোন ব্যবস্থা আছে কি না?  তখন সহকারী প্রিজাইডিং অফিসার আতিকুল ইসলাম জানান, বিশেষ বিবেচনায় তাদের ফরম পূরণ করে আঙুলের ছাপ নিয়ে, তারপর পোলিং এজেন্টের ছাপ দিয়ে ইভিএম মেশিন অন করে ভোট দেয়ার সুযোগ আছে। আর এভাবেই ওই দুজন ভোট দেন!  

ভোট দান শেষে সবুজ মিয়া জানান, ইভিএম মেশিনে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত ভোট দিতে পেরে তিনি খুশি!

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর