ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাসায় আরামে বসে পোলাও খাচ্ছে বলে ভোট দিতে আসেনি: পরিকল্পনামন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান (ফাইল ছবি)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় খুব আরাম আয়েশে আছে। বাসায় বসে খুব আরামে বসে পোলাও খাচ্ছে বলে ভোট দিতে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের উপর আস্থা বেশি আছে বলেই মানুষ আরামে থাকছে। সরকার ভাল করছে, যে কারণে সব গৃহস্থ বাড়িতে ঘুমাচ্ছে। 

শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় পূর্বে সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ এডিপি অনুমোদনের পরপরই শুরু হবে। প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে অনেক ছড়াই উত্রাই পেরিয়ে বাস্তবায়নের পথে এটি। 

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী প্রমুখ। 

এ সময় মন্ত্রী আরও বলেন, হাওর উন্নয়ন বোর্ডের আওতায় সড়ক নির্মাণ, বাঁধ নির্মাণ, নদী খনন, বনায়ন ইত্যাদি কর্মসূচি আছে। বিশেষ করে হাওরের জন্য অনেক প্রকল্প রয়েছে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এসব এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। উক্ত বরাদ্দের মাধ্যমে টিউবওয়েল স্থাপন করা হবে।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর