ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তার পদত্যাগ প্রশ্নে বলেছেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অলরেডি ফলাফল আসা শুরু করেছে। তাই কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।' 

নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় শনিবার রাত সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিইসির পদত্যাগ দাবি করে। এছাড়া আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো এজেন্ট এসে অভিযোগ করেনি।’

তিনি আরও বলেন, ‘ইভিএম সম্পর্কে অধিকাংশ ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই। যারাই ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়ে এসেছে। ভোট দিতে না পারার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর