ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রিয় মা
এইচ এম শহীদুল ইসলাম মামুন

মায়ের মত এত আপন  ধরণীতে নাই  মাগো তোমায় মনে পড়ে  যখন যেথায় যাই।

মা যে আমার নয়ন-মণি মা যে আমার সব মাকে ছাড়া জীবন আমার  দুঃখের কলরব।

মাগো তুমি আমার তরে  করলে কত কী...  দোহাই মাগো যেওনা চলে দিয়ে আমায় ফাঁকি।

সয়েছো মা আমার লাগি কত যে যতনা, এ জগতে মাগো তোমার হয়না তুলনা। 

মাগো তুমি এ অধমের  দুই নয়নের আলো  মাগো তোমায় না দেখিলে  লাগেনা যে ভালো। 

মাগো তোমার পায়ের নিচে  বেহেস্তের-ই ছায়া  তোমা থেকেই সৃষ্টি মাগো  আমার পূর্ণ কায়া।

অবশেষে প্রভুর কাছে  করি মোনাজাত মাকে তুমি দিও প্রভু দু-জাহানে নাজাত।

কবি: ছাত্র, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী ।

বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৯



এই পাতার আরো খবর