ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শীতের আগমন
এইচ এম শহীদুল ইসলাম মামুন

হঠাৎ ভোরে হালকা শীতে

শিউরে উঠে মন এভাবেই দেশে নবান্ন খ্যাত  শীতের আগমন।   মৃদু কুয়াশায় খুব সকালে  ঢেকে যায় সারা মাঠ সোনালী রোদে ধানের শীষে লাগে  শিশিরের ছাঁত।

সেই অপরুপ দৃশ্য যেন  দোলা দেয় কবি মনে আপন ভাবনায় কবির হৃদয়  ভরে যায় শিহরণে।

বেলা গড়াতেই মাঠে মাঠে  ওঠে ধান কাটার রব ধান কাটতে কৃষকের মনের ভাবনা  ঘুচে সব।

অন্য দিকে ব্যস্ত কৃষাণী  ধান ভানবার তালে পিঠা পুলি আর ফিরনি পায়েশ  বানাবে নতুন চালে।

লেখক: শিক্ষার্থী, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী।

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর