ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা একটি জাতির নাম
সাব্বির হোসেন

লোকে ওদের রোহিঙ্গা বলে, আমি মানুষ বলি মস্তক-দেহ, বিবেক-বুদ্ধি সবি আছে, দেখোনা চক্ষু খুলি।

আছে বহু ভাষা, অলিখিত; জীবন তাদের নিষপেশিত, পদে পদে নির্যাতিত; শোন তাদের কথা বলি।

বঙ্গ মাতার কোলঘেসে ভাই ওদের বসবাস, বহুকাল ধরে; বহু জীবনের নির্বাক কারাবাস।

তুর্কি, মোঘল, আরব, ব্রিটিশ, পাঠান-সবাই ওদের চেনে, জীবনগীতি আছে লেখা; ইতিহাসের পাতার বন্দি কোণে।

কখনো দাস-কখনো দসী, কখনো বিদ্রোহী সাজে লোক মুখে শুনতে পাবে; ওরা অমানুষ-বড্ড বাজে।

মায়ানমারের রাখাইন রাজ্যে; ওদের বসতবাড়ি চায়না কেউই থাকুক ওরা; স্বধীন পরাণ জুরি।

ব্রিটিশ বাংলার সস্তা শ্রমে; আছে ওদের অবদান শোষিত হয়েছে বহুকাল ধরে; কেড়েছে বহু প্রাণ।

ব্রিটিশ গেল, জাপানী এল; বহু নারী ধর্ষিত হল গণহত্যায় পুড়ল জীবন; সর্বক্ষণ এলোমেলো।

মুসলিম বলে কেউ থু থু দেয়; কেউবা করে গুলি শোনো হে মানুষ, শোনো হে সমাজ - রোহিঙ্গার কথা বলি।

সাগর বুকে নৌকা তেড়ে; আসে ওরা শতশত এপার ওপার দিনরাত্রিতে, জীবন ক্ষত ক্ষত।

প্রাচীন জীবন, প্রাচীন মানুষ; প্রাচীন নৃ-গোষ্ঠী প্রতিবেশী দেশগুলোতে, হয়েছে শরণার্থী

একমুঠো ভাত পাবার আশায়; জীবন বিক্রি করে মানোবাধিকার করছে চিৎকার; অনেক বছর ধোরে।

বাংলার মাটিতে আজো আছে ওরা; কেউ কি তাদের চেনা? সেনা ক্যাম্পে করছে বসবাস; বাড়ছে বহু দেনা।

ও হে মায়ানমারের রাজ্য শাসক; দাওগো ওদের রাজ্য ফিরে না পাও যদি তাও বলে দাও; ফেলোনাকো ওদের পিশে মেরে।

যদিও না পাও তাও করতে; বাংলার নামে দাও সে রাজ্য এই বাংলা দেখিয়ে দেবে; কিভাবে করতে হয় সভ্য।

বিশ্বের বুকে দাঁড়াবে একদিন; এই রোহিঙ্গা বাঙ্গালী জাতি আলোকিত করবে শিক্ষার আলো; উন্নয়নের বীরের ঘাঁটি।

লেখক: সদস্য বিভাগীয় লেখক পরিষদ, নিউ ইন্জিনিয়ারপাড়া, রংপুর।

বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর