ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লুটেরা আগুন
শাহাদাত সাঈদ

তুমি যেওনাকো আর কাননে, পাবেনা আমার দেখা সেখানে, প্রসূন হয়ে আমি আর ফুটবোনা, শিউলি কুঞ্জে আমি আর ঝরবোনা, ভোরের বিহঙ্গ হয়ে সুরে সুরে আর ডাকবোনা, এই আমি তোমাদের নীড়ে আর ফিরবোনা, চারদিকে সাম্যের গান আর গাইবনা, কাব্যর ছন্দে মনের গন্ধ আর বিলাবোনা, কেউ ভালোবাসুক আর নাইবা বাসুক আমি আর কাউকে ভালোবাসবোনা, কখনো পেয়েছি ভালোবাসা, কখনো বা উপেক্ষিত বেদনা, স্ফূর্ত ব্যাথাতুর নয়নে আমার জমেছে অনেক ঋন, হারিয়ে গিয়ে তোমাদের মাঝে রইবো চিরদিন, দুদিনের এই মায়া সংসারে অনুভূতির নেই কোন দাম, প্রতি প্রহরে ভয়ানক ব্যাধি রটে যায় বদনাম, রাগ অনুরাগ অভিমান ভরা ভব সম অন্তরে, সকল বাঁধন ছিড়ে দেবো উড়াল বিহঙ্গ হয়ে বহু দূরে, জানিও আমায় ছুটে চলা নদীর সুরে সুরে, রাগ অভিমান অনেক হয়েছে আর নয় এই তল্লাটে, তোমাদের বাসিবো ভালো তাই যাবো চলে বহু দূরে, বিদায় বেলা কেদনা বন্ধু কেদনা কো আর, আমার কথা পড়লে মনে পুষ্পরে পড়াইও হার, ঐ যে দেখ সন্ধ্যা হচ্ছে অস্ত যাচ্ছে রবি, ধুপ ধোয়া সব আসমানে বাতাসে ভাসে আমার ছবি, এই তো যাওয়ার সময় হয়েছে আপন নিবাস গড়ি, চললাম আমি আপন মনে তোমার ছায়ায় ভর করে।

 

বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর