ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মায়াবিনী
মোঃ ইমরান হোসাইন
প্রতীকী ছবি

হে মায়াবিনী রূপ করেছো মুগ্ধ,

তোমার মাঝে একে যাই জীবনের ছন্দ। মনের মাঝে একটু একটু করে আঁকি তোমার মায়াবিনী রূপের বন্ধন, গড়ে তুলি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যায়ন।  একূল অকূল দুকূল জুড়ে ভেসে যায় মুগ্ধতায়, খুঁজি গো তোমায় জীবনের প্রতিটি পাতায়।

এই কোন নেশায় হে মায়াবিনী রূপ খুঁজতে গিয়েছিলাম তোমায়,  হারিয়েছি আমি আমায়।  ভেসে ভেসে যাও কল্পনায়, মাঝে মাঝে আসো আমার বাস্তবতায়। মুগ্ধতায় ভাসিয়ে নেও আমায়,  তোমারি রূপের অপরূপ মায়ায়।

একবারো তো ফিরে চাও না মোর পানে,  আজও খুঁজি গো তোমায় বিরহের প্রতিটি স্পন্দনে। স্নিগ্ধতায় অনুভব করি তোমায়,  জিতে গিয়েও হেরে যাই তোমারি অপেক্ষায়।  হে মায়াবিনী রূপ থেকো গো সবসময়,  আমার চিন্তা, চেতনা, অনুভূতি, কল্পনা আর এগিয়ে যাওয়ার প্রেরণায়।

কবি: ছাত্র, মানবিক বিভাগ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা।

বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর