ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নৈবেদ্য (২৫-২৮)
দিদার মুহাম্মদ

নৈবেদ্য ২৫

আমাকে নরক দাও দেবী। কারণ আমি পাপি আর তুমি বরাবরই নিষ্ঠুর।

নৈবেদ্য ২৬ তুমি চিতা জ্বালিয়ে রেখেছো অতঃপর আমি আধপোড়া না আমাকে মারো, না বাঁচও এই আধপোড়া দশায় আলিঙ্গন ছাড়া আর কি-ই-বা ভাল ওষুধ হতে পারে আমাকে পুরো পোড়াতে?

নৈবেদ্য ২৭ তোমার শাসন-শোষণ ষোলআনা সইতে রাজি উপরন্তু দুইআনা খাজনাও দেবো আরজি এই আমাকে অন্তত পুড়িয়ে বাঁচাও অন্তত বলো, আমার এই আধপোড়া দশা ঘুচবে কবে।

নৈবেদ্য ২৮ আরো গভীরে যাও। পর্দার আরো অন্তরালে এ বড় অদ্ভুত ব্যাপার যেন হৃদয়ের আরও অন্তরালে যাও, আরও গভীরে তোমার প্রবেশ।

কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস​, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।

বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর