ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রহরের গান-১
দিদার মুহাম্মদ
প্রতীকী ছবি

কোলাহল আড়াল হলে পর

বাগেশ্বরী কিংবা কাফি ভাঙে স্বর স্বরপঞ্চমের কার্নিশ বেয়ে সন্ধ্যা নেমে অাসে পৃথিবী ঠাঁই দাঁড়িয়ে থাকে নিঃশব্দ বেদনার পাড়ে

আমি তো তোমায় বলি- দুখিরা সাগর করে জয় কতটা আঘাত পেলে হৃদয় বিবশ হয়? কতটা আঘাতে চূর্ণ মেঘেরদল বালুরাশিতট ছুঁয়ে যায়!

হিজলের গাছটা ধীরে ধীরে যত কাছে চলে আসে আমি ততটা ঘনীভূত মৃত্যু অথবা পরমে হিজলগাছটা যত কাছে টের পাই দেখি নিভৃতের কালো কুকুর ঘেউ ঘেউ করে ওঠে আমি টের পাই।

শোকেরা রাজস্থানি জুব্বার মতো শরীরে চেপে তৃষ্ণার্ত সাহারায় উট দুম্বা ছাড়া ক্ষুধিত কোটারাগত বোধের শেষ চাহনি হিজলগাছটা দেখে নিকটে রক্তাভ মেঘ ঢেকে আসে ললাটের খুব কাছে।

কবি: প্রাক্তন শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস​, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।

বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর