ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কথার ধাঁধা
ইব্রাহিম মামুন
সংগৃহীত ছবি

কথাতো আহার করে না, তবে কিভাবে পুষ্ট হয় তারা? কেন বড় হয় সুযোগ পেলেই, কোন সে জমিন বুকে করে পালে তাদের? নিপুণ চাষাবাদ হয়, মুগ্ধতার লাঙলে!

বুঝি, কথারা এমনই! জলের মতো স্থির থাকে না কোথাও, সুযোগ পেলেই গড়িয়ে যায়, গড়িয়ে যায়। গড়াতে গড়াতে কখন যে শব্দের সমুদ্দুর জড়িয়ে ধরে, কথা না বলে উপায় থাকে না তখন। কথা না বললে বুঝি, উদ্ধারের পথ মেলে না।

কথাতেই ডুবে যায়, কথারাই ডুবুরী হয়।

বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৭/মাহবুব



এই পাতার আরো খবর