ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রহরের গান-২
দিদার মুহাম্মদ

প্রিয় বন, ডাকিনীর সব সুখ নিয়ে থাকো তৃষ্ণায় আমার চোখ পুড়ে আসে এই আষাঢ় মাসে প্রিয় বন, উলম্ব জলরেখাকে যারা ঝর্ণা বলে, তোমার আনুভূমিক শরীর জুড়ে সে বিষাদের বৃক্ষ তুমি ডাকিনীর সব সুখ নিয়ে থাকো

এই শিলারাশির দেশে, কখনো দেখিনি তোমার জলের মতো প্রস্রবণ প্রিয় বন, কেবল পাদুকা খুলে নয় আমি বুক পেতে হাঁটি তোমার জমিন আমায় আকড়ে ধরবে  লতানো লতায়, এই আশায় তৃষ্ণায় আমার চোখ পুড়ে আসে এই আষাঢ় মাসে  

কবি: প্রাক্তন শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস​, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।

 

বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর