ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাফ নদীর ওপারে
আবু ওয়াহেদ
প্রতীকী ছবি

"অহিংসা পরম ধর্ম" এ বাণী কি আজ বন্ধ্যা?

আরাকানে কেনো রক্তের স্রোত বইছে সকাল-সন্ধ্যা? সে মাটিতে যারা জন্ম নিলো তাদেরই নাকি সেথা অধিকার নাই, "রোহিঙ্গা" সে যে জন্মই যেন বৃথা।

ওরা মুসলিম, এ-ই তার অপরাধ! জন্মিয়া ওরা দুধ নয়, খায় বুলেটের অপঘাত। আগুন দেখেই জন্ম ওদের আগুনেই পুড়ে মরে, আগুন খেয়েই বেঁচে আছে ওরা বার্মার ঘরে ঘরে।

হায় দুর্ভাগা জাতি! রক্তে তোমার কাঁদে না আজও তোমাদের কোনো জ্ঞাতি। রক্তের হোলি খেলিছে যারা জলন্ত আরাকানে, ওদেরও নাকি ধর্ম আছে, কোন্ ধর্ম তা কে জানে! গৌতম বুদ্ধ, দালাইলামা, অতীশ দীপঙ্কর, বিস্ময়ে মরি! এরাও নাকি তোমাদেরই অনুচর!

এরা অমানুষ, এরা ধর্মান্ধ, এরাই ধর্মহীন, এরা রক্ত নিয়ে উল্লাসে মাতে আরাকানে রাত-দিন। এরা নাকি শান্তিকামী! শান্তির ধ্বজাধারী! চাইনা এমন ভন্ড শান্তি-ব্যবসার কারবারী।

অশান্তির দামামা বাজাও, ফিরে এসো হিটলার, চালাও বুলেট যেখানে ভন্ড-শান্তির শীৎকার। জ্বালাও আগুন, জ্বলুক পৃথিবী, মারো সব খুঁজে খুঁজে। ওরাও মরুক, আমরাও মরি, যারা আছি মুখ বুঁজে।

কবি: প্রাক্তন শিক্ষার্থী, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।   বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর