ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুর্বৃত্তের আঘাত
জারীফ তাজওয়ার আফজাল
প্রতীকী ছবি

পঁচিশে মার্চ, ১৯৭১ চলেছে অপারেশন সার্চলাইট, পাক শত্রুর। পাক হানাদার, খুনি পেশাদার একটুও দয়া নেই প্রাণে, করেছে হত্যা, করুণ দৃশ্য তা ভোলেনি বাঙালী, আজও আছে মনে।

বন্ধুর বেশে শত্রু  শত্রু খেলা সোনার বাংলাদেশে রক্তাক্ত লাশের মেলা, নিরীহ বাঙালী পথের পরে মুখ থুবড়ে রয়েছে পড়ে, মৃত্যুরে আলিঙ্গন করে।

উড়ন্ত শকুন এসেছে নেমে খুবলে খেয়েছে বুকের মাংস, হয়তো শকুনও ভেবেছে, এ মাংস নয় এ কোন দানবের কৃত ধ্বংস! সে দৃশ্য ঝড়ায়েছে বাঙালীর অশ্রুজল, কিন্তু কী হল তার ফল?

এস দেখে যাও বিশ্ব, রক্ত পিছিল পথ বেয়ে বেয়ে, বীর বাঙালী মুক্তিসেনা বিজয় এনেছে ছিনিয়ে।

বুঝিয়েছে দেশপ্রেম আর ভালবাসা দিয়ে, বাঙালী বীরের জাতি, পড়ে নাকো নুয়ে। শুনে রাখ, দুর্বৃত্ত দুরাচার ওরে খাকি পড়া হানাদার, তোরা পরাজিত, হবি লাঞ্চিত বারংবার তোদের ভাগে ধিক্কার, শত সহস্রাবার।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর