ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

একদিন আমরা দু'জন বসবো
অপু নাগ
অপু নাগ

একদিন আমরা দু'জন বসবো পৃথিবীর দীঘল খোলা আকাশের সবুজ ঘাসে ভরা সবুজ মাঠে মুখোমুখি হয়ে।

সন্ধ্যার রাত্রি নামিবে পশ্চিম আকাশে, পাখিরা কলরবে ফিরবে নীড়ে, ডানা ঝাপটে বাদুড়েরা উড়ে যাবে আমাদের মাথার উপরে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে নামবে আকাশের ফুটে ওটা তারাদের নিভু নিভু আলোয় দেখবে তখন আমাদের পাশে জ্বলবে জোনাকিরও আলো।।

দুরের ওই আকাশে, পুবের কোণে, বাকা চাঁদ যেই উঠবে জেগে- এবার আমরা বসবো মুখোমুখি নয়, আমি থাকব পশ্চিমে মুখ তোলে আর তুমি জোছনার কোলে পিঠেপিঠ হেলান দিয়ে থাকব দু'জন দু'দিকে।।

তখনো জোনাকিরা ঘুরবে আলো জ্বেলে আমাদের ভালবেসে। সেইদিন আর কেউ না দেখুক, না জানুক, সাক্ষী রেখে দিলাম এই মাঠের ঘাস, রাতের তারা, টিকরে পড়া রুপালী জোছনা, আর জোনাকিকে ভালবেসে।

পিছন থেকে তোমার চুলের ঘ্রাণে, আমি থাকব নয়ন মুদে, আকাশের দিকে তাকিয়ে দেখবে তুমি বাকা চাঁদ গোল হয়েছে কবে!!

ঐ যে দেখছো বটগাছের তলে বৃদ্ধা বসে গাথিছে যে কাথা, সেই রাতে তুমি আর আমিও এই আকাশের নিচে খোলা মাঠ জুড়ে গাথিব স্বপ্নের কথা...

এই জন্মে তো আর হলো না শোয়া রেখে দিলাম পরের জন্মের তরে। পরের জন্মে অনন্তকাল ধরে তুমি আর আমি থাকবো বসে এই ঘাসের মাদুরে, তখন আকাশে থাকবে ঠিক এইই চাঁদ, আর জোনাকির আলো সময় যাবে না কভু বহে। অনাদিকাল আমরা এইভাবে কাটিয়ে দিবো তবু শেষ হবে না কো কথা শেষ হবে না তুমাকে চাওয়ার তৃষা আর এই, এই চুলের গন্ধ।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর