ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালিগঙ্গা
রেজা করিম
প্রতীকী ছবি

কালিগঙ্গা, কী নিথর শুয়ে আছো ! মধুমতী ছুঁয়ে সর্পিল ভঙ্গিমায় একে বেঁকে এসে জড়িয়ে কচার বাহু, কী নির্লিপ্ত - কি নির্বিকার শুয়ে আছো বিধবার বেসে।

আজ অবেলায় - তেজোদৃপ্ত যৌবনে যেন অন্তিমকালের বিরহী ভাটির টান, সমগ্র বুকের জমিনে তোমার কুষ্ঠক্ষতের মতো টুকরো টুকরো চরে অবাঞ্ছিত নল খাগ হোগলার বসবাস।

নাব্যতাহীন  সর্পিল গতিধারা বুকে শারদীয় মেঘমালার প্রতিবিম্ব মেখে কী নির্বিকার বয়ে যাও। অবাঞ্ছিত নল খাগ হোগলায় খেলা করে ডাহুক পানকৌড়ি আর পরিযায়ী পাখিদের ঝাঁক।

কালিগঙ্গা - প্রতিবেশী নদী আমার !  বিগত যৌবন ফিরে আসেনা আর । ফিরে পাওয়ার আর্তনাদ শুধুই বিফল আহাজারি, তবুও সান্ত্বনা জোয়ারে না হোক ভাটার টানে হলেওতো একবার ফিরে আসো অগ্রজ কচার বুকে ভগ্নীর পরম মমতায়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর