ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‌স্বপ্নজয়ে কী উচ্ছ্বাস তার!
মাহমুদ হাসান

এপারে বন্ধু, ওপারে বন্ধু মাঝখানে দাঁড়িয়ে স্বপ্নের সেতু; স্বপ্ন মাড়িয়ে তোর কাছে যাই। এপারে তোর কাঁধে হাত রেখে বলি- সাবধানে যাস বন্ধু ভাল থাকিস; ওপারে তুই একগাল হেসে বলিস- এত তাড়াতাড়ি চলে এলি! এপারে বন্ধু, ওপারে বন্ধু তোর চোখে সেতুরেখা দেখি; এপার-ওপার, স্বপ্নের পারাপার জাজিরা-মাওয়া দুই পার একাকার।

শত সহস্র দিবস-রজনী শেষে অধরা স্বপ্ন দিয়েছে ধরা আলোকিত চরাচর; স্বপ্নজয়ে কী উচ্ছ্বাস তার! আনন্দে সামিল এপার-ওপার পদ্মাপার।

পদ্মা, তুই আমার খুব ভালো বন্ধু তোর বুকে গাঁথা স্বপ্নটার জন্য আমাদের বন্ধুত্ব অমরত্ব পেল।

বনশ্রী, ২৫.০৬.২০২২ (পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে)



এই পাতার আরো খবর