ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে অাসাম সীমান্তে হাই অ্যালার্ট
দীপক দেবনাথ, কলকাতা

সীমান্ত পেরিয়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-ভারতের আসাম সীমান্ত বরাবর জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে অাসাম পুলিশ। রোহিঙ্গা পাচারকারী সন্দেহে গত মঙ্গলবার ত্রিপুরার সোনামুড়া থেকে তিন ভারতীয় দালালকে আটক করার পরই এই অ্যালার্ট জারি করা হলো। ওই তিন ভারতীয় নাগরিকই রোহিঙ্গা শরণার্থীদের ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় অভিযুক্ত। 

অাসাম পুলিশের ডিজি মুকেশ সহায় জানান, ‘কয়েক সপ্তাহ আগেই অাসাম-ত্রিপুরা সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ছয়জনকে আটক করে অাসাম পুলিশ। এই মুহূর্তে তারা প্রতেক্যেই কারাগারে অবস্থান করছে। অাসামে অনুপ্রবেশে তাদের সহায়তা করেছিল ওই তিন ভারতীয় দালাল। তারাই ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর সঙ্গে যুক্ত ছিল। 

করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, ‘ওই রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করই সোনামুড়া গিয়ে তিন ভারতীয় দালালকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যাওয়ার ছক করলেও পুলিশি তৎপরতায় তারা সকলেই ধরা পড়ে। তারা হলেন শাহজাহান চৌধুরী ওরফে সাজু (৩৮), ফারুক মিয়া চৌধুরী (৩২) এবং সুমন চৌধুরী (৩৬)'। 

বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৭/মাহবুব

 



এই পাতার আরো খবর