ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চমেকে ভর্তি আরও তিন রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ফাইল ছবি

মিয়ানমার থেকে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- আয়েশা বেগম, কালা মিয়া ও দিলদার বেগম । এরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আয়েশা বেগমের বুকে টিউমার, কালা মিয়ার পায়ে ইনফেকশন এবং দিলদার বেগম মাথায় আঘাত নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রথম দুইজন হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে এবং দিলদার বেগমকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। প্রাণে বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেছে আহতরা। শুরুতে গুলিবিদ্ধ, দগ্ধ এবং হাত-পা ভাঙ্গা আহত মানুষের সংখ্যা ছিল বেশি। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হচ্ছে। 

বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান



এই পাতার আরো খবর